কুয়াকাটা সৈকত থেকে নির্বিচারে বালু কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল | আপন নিউজ

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন: তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে সভাপতি আতিক, সম্পাদক রায়হান; প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন আমতলীতে সৌদি রিয়াল প্র’তা’র’না চক্রের পাঁচ সদস্য গ্রে’প্তা’র কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা কলাপাড়ায় গরুতে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্ব; দুজনকে কু’পি’য়ে জ’খ’ম করার অভিযোগ। কলাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ আমতলীতে হতদরিদ্র পেল উপহারের ঘর কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কলাপাড়ায় পানিতে ডুবে দুই শি’শু’র মৃ’ত্যু ’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী
কুয়াকাটা সৈকত থেকে নির্বিচারে বালু কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল

কুয়াকাটা সৈকত থেকে নির্বিচারে বালু কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল

বিশেষ প্রতিবেদক, কলাপাড়াঃ

কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় সরকার যখন নানাবিধ পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছেন তখন একটি প্রভাবশালী মহল বেড়িবাধঁ মেরামতের নামে সৈকত থেকে বালু কেটে ৪৮ নং পোল্ডারের সংস্কার কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। গত ১ সপ্তাহ ধরে চলছে এমন অবৈধ কর্মকান্ড। স্থানীয় প্রশাসনের কোনরকম অনুমতি ছাড়াই হাজার হাজার সিএফটি বালু ট্রাক ভরে নিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন বীচ থেকে কোন ভাবেই বালু কেটে নেয়ার সুযোগ নেই। পাউবো প্রকৌশলীকে বিষয়টি তদারকির জন্য বলা হয়েছে। তবে পাউবো নির্বাহী প্রকৌশলী বললেন সমুদ্রের ভাঙ্গন রোধে বীচে ব্লক বসানোর জন্য কিছুটা বালু সরিয়ে ফেলা হচ্ছে।
জানা যায়, উপকূলীয় বাধঁ উন্নয়ন প্রকল্প, ফেজ-১ (সিইআইপি-১)র আওতায় কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া ঝুকিঁপুর্ণ ৪৮ নং পোল্ডারের সংস্কার কাজ চলছে। এ বেড়িবাধঁ নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না সিকো কোম্পানী। বিদেশী ওই কোম্পাণীর স্থানীয় প্রভাবশালী প্রতিনিধিরা বেড়িবাধেঁর পার্শ্ববর্তী সম্মুখ ভাগ থেকে সমুদ্রের বালু কেটে ট্রাক ভরে নিয়ে অন্যত্র ব্যবহার করছে। প্রায় বিশ থেকে পঁচিশটি ট্রাকে করে গত ১ সপ্তাহ ধরে এ বালু নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে উপজেলা প্রশাসনের বাধাঁর মুখে বালু নেয়া বন্ধ হলেও ফের শুরু করা হয় বালু কেটে নেয়ার কাজ।
স্থানীয় বাসিন্দা মোঃ মুজিবুল হক ওরফে মধু, সাউথ বীচ হোটেলের কেয়ার টেকার আনোয়ার সহ একাধিক ব্যক্তি জানান, গত কয়েকদিন যাবত রাতে ও দিনে ২০-২৫টি ট্রাকে করে স্কাভেটর দিয়ে বালু কেটে নেয়া হচ্ছে। ১০ চাকার এসব ট্রাকের প্রতিটিতে ৬শ থেকে ৭’শ ফুট বালু ধারণ ক্ষমতার ভারী যানের শব্দে রাতে পর্যটক সহ স্থানীয়রা বিপাকে পড়েছেন।
এ বিষয়ে উপকূলীয় বাধঁ উন্নয়ন প্রকল্প, ফেজ-১ (সিইআইপি-১) ৪৮ এবং ৪৭/২ পোল্ডারের দায়িত্বরত প্রকল্প প্রকৌশলী মো. মজিবর রহমান বলেন, বালু নেয়ার বিষয়ে তিনি জানেন না। তিনি মুঠো ফোনে বালু নিতে নিষেধ করে দিবেন বলে জানান।
এ বিষয়ে কলাপাড়া ইউএনও মো: মুনিবুর রহমান বলেন, ’বীচ থেকে কোন ভাবেই বালু কেটে নেয়ার সুযোগ নেই। পাউবো প্রকৌশলীকে বিষয়টি তদারকির জন্য বলা হয়েছে।’
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া অ লের নির্বাহী প্রকৌশলী মো: ওয়ালিউজ্জামান বলেন, ’বেড়িবাঁধ সংস্কারের এ কাজ স্থানীয় অফিস থেকে তদারকি করা হয় না। এটি প্রকল্পের অধীনে ঢাকা থেকে মনিটর করা হয়, যা বাস্তবায়ন করছে চায়না কোম্পানী।’
ওয়ালিউজ্জামান আরও বলেন,’ সমুদ্রের ভাঙ্গন রোধে ব্লক বসানোর জন্য বালু অপসারন করা হচ্ছে। যা অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!