রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মহিব | আপন নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা কলাপাড়ায় গ্রামীণ জনপদের ৮৮ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা আমতলীতে বজ্রপাতে হাফেজ ছাত্রের মৃ-ত্যু আমতলীতে প্রতিবন্ধীর প্রশিক্ষণ ভাতা প্রধান শিক্ষকের পেটে! আমতলীতে পুষ্টিসম্মৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস আমতলীতে ১০ হাজার কৃষক পেল কৃষি উপকরণ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন: তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে সভাপতি আতিক, সম্পাদক রায়হান; প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন আমতলীতে সৌদি রিয়াল প্র’তা’র’না চক্রের পাঁচ সদস্য গ্রে’প্তা’র কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা
রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মহিব

রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মহিব

আপন নিউজ ডেস্কঃ

রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

বুধবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১২টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এর আগে উপজেলার বাহেরচর বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেন, বঙ্গভবনে বর্তমান সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টাকে বলেছিলাম, আমি এমন এক এলাকার বাসিন্দা যেখানে বিদ্যুৎ নেই। সাগর-নদীবেষ্টিত বিচ্ছিন্ন এলাকা। তিনি আমার কথা অনেকক্ষণ ধরে শুনলেন এবং আলোচনা করলেন। তিনি সেদিন কথা দিয়েছিলেন যত দ্রুত সম্ভব রাঙ্গাবালীতে বিদ্যুৎ দেবেন।

তিনি বলেন, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমি নিজে গিয়ে ডিও লেটার দিয়েছিলাম আমার এলাকায় বিদ্যুৎ দেয়ার জন্য। তিনি নিজ হাতে চেয়ারম্যানকে লিখে দিয়েছিলেন সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে রাঙ্গাবালীতে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করার জন্য। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙ্গাবালীতে বিদ্যুৎ চালু হতে যাচ্ছে। মুজিববর্ষের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পল্লী বিদ্যুৎ সমিতির পটুয়াখালীর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী সেলিম মিয়া,
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অধ্যাপক ইউসুফ আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার (গলাচিপা) প্রকৌশলী মাইনউদ্দিন আহমেদ, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!