
এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ায় জলাতঙ্ক রোগের বিস্তার রোধ করার লক্ষ্যে উপজেলাব্যাপী শুরু হয়েছে জলাতঙ্ক টিকাদান কার্যক্রম। ২ জুানুয়ারি (বৃহস্পতিবার) হতে ৯ জুানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত এ কার্যক্রম চলবে। এরই ধারাবাহিতকায় জলাতঙ্ক টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নে কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় কার্যক্রম শুরু করা হয়েছে। একযোগে উপজেলার সকল ইউনিয়নে ও পৌর এলাকায় জলাতঙ্ক নিরোধে গ্রামে গ্রামে কুকুরকে আধুনিক পদ্ধতিতে টিকা দেয়া হবে।
জানা গেছে, কলাপাড়া-কুয়াকাটা পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নের গ্রামের বিভিন্ন স্থানে কুকুরকে ভ্যাকসিন দেওয়া শুরু করে ভ্রাম্যমান টিম।
বৃহস্পতিবার (২ জুানুয়ারি) কলাপাড়া পৌরসভার চত্বর থেকে জলাতঙ্ক টিকাদান (এমডিভি) কার্যক্রম শুরু করেন পৌর মেয়র বিপুল হাওলাদার।
Leave a Reply