সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি; আড়াই ঘণ্টার অপেক্ষা শেষে ঘণ্টাব্যাপী শুনানি | আপন নিউজ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মা-ছেলে ও ছেলের বউকে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ কাউনিয়ায় কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন তালতলীতে ভাসুরের বিরুদ্ধে ধ’র্ষ’ণ চেষ্টার মামলায় এলাকায় ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ তালতলীতে দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে সাইবার মামলা আমতলীতে ৬ কেজি গাঁ’জা’সহ বিক্রেতা গ্রে’প্তা’র গলাচিপায় স্ত্রীর দাবীতে দুই দিন ধরে এক তরুনীর অনশন কলাপাড়ায় ১৩ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধার কাউনিয়ায় প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী মেলা কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন তালতলীর ইউপি চেয়ারম্যানের নগ্ন ও আপত্তিকর ভিডিও ক্লিপ ভাইরাল
সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি; আড়াই ঘণ্টার অপেক্ষা শেষে ঘণ্টাব্যাপী শুনানি

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি; আড়াই ঘণ্টার অপেক্ষা শেষে ঘণ্টাব্যাপী শুনানি

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি; আড়াই ঘণ্টার অপেক্ষা শেষে ঘণ্টাব্যাপী শুনানি

অনলাইন ডেস্কঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন শুনানির জন্য পূর্ব নির্ধারিত সকাল সাড়ে ১০টার পরিবর্তে আদালতের কার্যক্রম শুরু হয় দুপুর১২টা ৫২ মিনিটে। দুই পক্ষের আইনজীবীরা ঘণ্টাব্যাপী শুনানি করেন।

দুপুর ১টা ৫৫ মিনিটে শুনানি শেষ হয়। আদালত নথি পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে আদেশ দেবেন বলে জানান।

শুরুতেই আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী শুনানি করেন। তিনি জামিন পাওয়ার ক্ষেত্রে আসামির আইনি অধিকারগুলোর ব্যাখ্যা দেন।

এরপর একে একে আসামিপক্ষে আশরাফ-উল আলম, প্রশান্ত কর্মকার, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আব্দুর রশিদ এবং রোজিনার পরিবারের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। এরপর রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন জামিনের বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর আইনজীবী এহসানুল হক সমাজী ফের শুনানি করেন। এরপর বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদনটি আজই নিষ্পত্তির আর্জি জানালে বিচারক তা নিষ্পত্তির আশ্বাস দেন।
গত মঙ্গলবার রোজিনার বিরুদ্ধে করা পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেন।

গত সোমবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে ৬ ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়। সোমবার রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নং-১৬।

দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ এর ৩/৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী। যেখানে তার বিরুদ্ধে সরকারি নথি সরানো ও ছবি তোলার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলায় একমাত্র আসামি করা হয় রোজিনা ইসলামকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!