রবিবার, ২৮ মে ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় গাঁজাসহ মো. মিরাজ ঢালী (২১) ও মো. আক্কাসকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১০ টায় আমখোলা ইউনিয়নের দড়ি বাহেরচর হাবিবুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমখোলা ইউনিয়নের দড়ি বাহেরচর হাবিবুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে
এসআই মো. মহাসিন ও এসআই মো. সজীব সঙ্গীয় ফোর্স নিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. মিরাজ ঢালী (২১) পিতা মো. দেলোয়ার হোসেন ঢালী ও মো. আক্কাস পিতা মো. মোসলিম মৃধা, উভয় সাং-দড়ি বাহেরচর। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply