সাবেক শিক্ষক বলাইকে কলাপাড়া এসএসসি-৯৫ ব্যাচ’র নগদ অর্থ প্রদান | আপন নিউজ

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় বজ্রপাতে তিনটি গরু’র মৃ-ত্যু গলাচিপায় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে ছাত্রলীগ নেতার ধা’রা’লো অ-স্ত্রের আ’ঘা’তে যুবদল নেতা জ’খ’ম আগেকার প্রাথমিক শিক্ষা ও বর্তমান বানারীপাড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভা বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীর উ’প’র হা’ম’লা কলাপাড়া পৌর শহরে যুবদল নেতার বাড়িতে দুর্ধ-র্ষ চু-রি কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য কে রড দিয়ে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ গলাচিপায় রাব্বির টিউশনির টাকায় চলত পরিবার; এখন কাতরাচ্ছে হাসপাতালে বানারীপাড়া হাসপাতালে কুড়িয়ে পাওয়া গেল এক নবজাতক
সাবেক শিক্ষক বলাইকে কলাপাড়া এসএসসি-৯৫ ব্যাচ’র নগদ অর্থ প্রদান

সাবেক শিক্ষক বলাইকে কলাপাড়া এসএসসি-৯৫ ব্যাচ’র নগদ অর্থ প্রদান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ আপ্তবাক্য কে সামনে রেখে ১৯৯৫ সালের এসএসসি ব্যাচ বয়োবৃদ্ধ অসহায় সাবেক শিক্ষক বলাই রায়ের চলমান দুঃসময়ে পাশে দাড়ালেন অকৃত্রিম ভালোবাসার শ্রদ্ধা নিয়ে।




২সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার কলাপাড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবনের তৃতীয় তলায় হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় অধুনালুপ্ত বলাইর পাঠ শালার দাপুটে সাবেক শিক্ষক বলাই রায়ের হাতে নগদ দশ হাজার টাকা অর্থ সহায়তা করেন তারই শিষ্যরা।

১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ এর সাবেক অধ্যক্ষ মরহুম গোলাম মোস্তফার কন্যা ঢাকার গাজীপুর কর্মরত জিনিয়া জেসমিনসহ এসএসসি-৯৫ ব্যাচ’র সদস্যরা মিলে শিক্ষক বলাই রায় কে দশ হাজার টাকা দিয়ে সহায়তা করেছে।

১৯৯৫এসএসসি ব্যাচ আন্তরিক মোবারক বাদ জানান কলাপাড়া বাসীকে।

এসময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সহ সাধারণ সম্পাদক অমল মুখার্জী, অর্থ সম্পাদক মোঃ শরিফুল হক শাহীন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন পোর্টাল আপন নিউজ বিডি ডট কম সম্পাদক এসএম আলমগীর হোসেন এবং ১৯৯৫ এসএসসি ব্যাচ এর শিক্ষার্থী সালমা কবির, আবুল বাশার, মোঃ মাসুম উপস্থিত ছিলেন।

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির মহৎ এই আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন ও নিরন্তর শুভ কামনা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!