আমতলীতে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৬ | আপন নিউজ

রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ
আমতলীতে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৬

আমতলীতে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৬

আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ বিরোধীয় জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহত পাঁচজনকে পটুয়াখালী মেডিকেল হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আজিমপুর বাজারে শনিবার সকালে।

জানাগেছে, আজিমপুর বাজারে ৬ শতাংশ জমি নিয়ে সিদ্দিক মোল্লা ও শহীদুল মীরের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। শনিবার সকালে ওই বিরোধীয় জমিতে শহীদুল মীর জোরপুর্বক ঘর তুলতেছিল। এতে সিদ্দিক মোল্লা, মেহেদী খাঁন ও মুনসুরা বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষের জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে। আহত শহীদুল মীর, শাহিন আলম, সিদ্দিক মোল্লা, মেহেদী খান ও মুনসুরাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে শহীদুল মীরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শহীদুল মোল্লা বিরোধীয় জমিতে ঘর তুলতেছিল। ওই ঘর তুলতে সিদ্দিক মোল্লা, মেহেদী খান ও মুনসুরা বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আহত শহীদুল মীর বলেন, আমার জমিতে ঘর তুলতে গেলে সিদ্দিক মোল্লা তার লোকজন চাঁদা দাবী করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাদের তিন ভাইকে মারধর করেছে।

আহত সিদ্দিক মোল্লা বলেন, আমার জমিতে শহীদুল মীর জোরপুর্বক ঘর তুলতেছিল। এতে বাঁধা দেয়ায় আমাকে ও মেহেদী খান ও মুনসুরাকে মারধর করেছে। তিনি আরো বলেন, আমার কাছে থাকা নগদ টাকা শাহীন আলম ছিনিয়ে নিয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!