রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ বরগুনা জেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আমতলী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালিন সভাপতি আলহাজ¦ এবিএম আসমত আলী আকনের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সোমবার এ স্মরনসভা অনুষ্ঠিত হয়।
জানাগেছে, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা সংগঠন, আমতলী উপজেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাকালিন সভাপতি বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এবিএম আসমত আলী আকনের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ ইফনুস মিয়ার সভাপতিত্বে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তের স্মরণসভার বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা মোক্তার হোসেন, উপাধাক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বরগুনা জেলা পরিষদ সদস্য মোসাঃ শাহিনুর তালুকদার, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন ও উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুস সোবাহান প্রমুখ।
সভায় বক্তারা প্রবীন আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সংগঠক প্রায়ত আলহাজ¦ এবিএম আসমত আলী আকনের বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply