বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনে উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য কমিশনের পরিচালক ড. মোঃ আঃ হাকিম।
চাইলে তথ্য জনগন দিতে বাধ্য প্রশাসন এই প্রতিপাদ্য নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রান্তিক জনগনের মাঝে তথ্য অধিকার আইন পৌছে দিতে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায় তথ্য অধিকার আ্ইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. মোঃ আঃ হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাসেল মিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সুমন খন্দকার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন প্রমুখ।
এ কর্মশালায় সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও শিক্ষকসহ ৬০ জন অংশ গ্রহন করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply