শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
মোঃ জসীম উদ্দীন, শার্শাঃ যশোরের শার্শা উপজেলার জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের তিন জন সহকারি শিক্ষক কে বিদায় সম্বোর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বিদ্যালয় চত্তরে ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারি শিক্ষক মতিয়ার রহমান, বিনয় কৃষ্ণ বসু ও রেজাউল করিমের সম্বোর্ধনা দেয়া হয়।
সহকারি শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হবিবর রহমান, প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রাক্তন শিক্ষক লিয়াকত আলি, মশিয়ার রহমান, মানপত্র পাঠ করেন শেফিকা আফরোজ, প্রাক্তন ছাত্র বিএম মিজানুর রহমান, শিক্ষার্থী মুনতাহিনা, মারুফ ও চঞ্চল।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা হাফেজ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদেরকে শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।অতিথি শিক্ষক ও শিক্ষার্থীরা উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন। ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।
বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার সুধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply