শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ হত্যা চেষ্টার তদন্তাধীন মামলায় এক মাস কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে ফের এক ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা চেষ্টা, ছিনতাই করে আসামী। এর পর পুন:রায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, ছিনতাইয়ের অভিযোগে ২৩ মার্চ বুধবার আদালতে মামলা হয়। অত:পর বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত ভিকটিমের মেডিকেল সংগ্রহ পূর্বক ২৯ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২২ মার্চ মঙ্গলবার সকালে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলি গ্রামের বিশকানি সড়ক এলাকার পেশাদার সন্ত্রাসী, মাদকাসক্ত বেল্লাল (৩৫) ব্যবসায়ী দেলোয়ার কে রাস্তা থেকে ধরে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে তার পকেটে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ ঘটনার পর ভুক্তভোগী ওই ব্যবসায়ীর আর্তনাদে স্থানীয়রা শঙ্কাজনক অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে প্রেরন করে। এরপর কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য রোগীকে বরিশাল শের-র-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে ওই ব্যবসায়ীর অবস্থার কোন উন্নতি হয়নি বলে জানিয়েছে তার পরিবার সূত্র। এ ঘটনার বিচার চেয়ে ভিকটিম ব্যবসায়ীর ছেলে নাজমুল ২৩ মার্চ বুধবার আদালতে নালিশী মামলা দায়ের করেছেন।
এর আগে মাদক সেবনে নিষেধ করায় এক সিনিয়র সাংবাদিককে হত্যা চেষ্টার মামলায় কলাপাড়া থানা পুলিশ পেশাদার সন্ত্রাসী বেল্লালকে বরগুনা জেলা শহর থেকে গ্রেফতার করে। এক মাস কারাভোগের পর ২০ মার্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে ২২ মার্চ ফের ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা চেষ্টা ও ছিনতাই করে।
কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক বলেন, সন্ত্রাসী বেল্লাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংশ ভাবে কুপিয়েছে। আমরা নৃশংশতার স্থির চিত্র বিজ্ঞ আদালতে দাখিল করেছি। এরকম সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply