সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ চাঁদা না পেয়ে রাসেল হাওলাদার ও তার লোকজন সমর চন্দ্র শীল ও তার মা বোনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমর চন্দ্র শীল এমন অভিযোগ করেন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার কলারং গ্রামে সোমবার রাতে।
জানাগেছে, উপজেলার কলারং গ্রামের সমর চন্দ্র শীল জমি কিনে নতুন বাড়ী নির্মাণ করতেছিল। ওই বাড়ী নির্মাণে নারী ইউপি সদস্য রানু বেগমের ছেলে রাসেল হাওলাদার ও তার লোকজন সমর চন্দ্র শীলের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন এমন অভিযোগ সমর চন্দ্র শীলের। এ চাঁদা টাকা দিতে অস্বীকার করে সমর। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে রাসেল হাওলাদার ও তার সহযোগী রাজিব হাওলাদার লোহার রড দিয়ে সমর চন্দ্র শীলকে তার বাড়ীতে মারধর শুরু করে। ছেলেকে রক্ষায় মা আভা রানী ও বোন রিতা রানী এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে জখম করে। তাদের মারধরে আভা রানীর পায়ে গুরুতর জখম হয়। দ্রুত স্বরজনা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, নারী ইউপি সদস্য রানু বেগমের ছেলে রাসেল হাওলাদার এলাকায় প্রভাব ভাটিয়ে একের পর এক নৈরাজ্য সৃষ্টি করছে। তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। তারা আরো বলেন, রাসেল হাওলাদার সমর চন্দ্র শীল ও তার মা বোনকে মারধর করেছে।
আহত আভা রানী কান্নাজনিত কন্ঠে বলেন, মুই মোর পোলাডারে লইয়্যা যামু কই। রাসেল ও তার লোকজন মোর পোলাডার কাছে ঘর উডাইতে টাহা চায়। মোর পোলায় টাহা দিতে রাজি না অওয়ায় মোর পোলাডারে মারছে। মুই আর মোর মাইয়্যায় পোলাডারা বাঁচাইতে গেলে মোগোও মারছে। মুই এইয়্যার বিচার চাই।
সমর চন্দ্র শীল বলেন, নতুন বাড়ী করায় রাসেল ও তার লোকজন আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি এ টাকা দিতে অস্বীকার করায় আমাকে, আমার মা ও বোনকে পিটিয়ে জখম করেছে।
অভিযুক্ত রাসেল চাঁদা দাবীর কথা অস্বীকার করে বলেন, কথা কাটাকাটির এক পর্যায় দুই একটি কিল ঘুসি মেরেছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানভির শাহারিয়ার বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
তালতলী থানা ওসি কাজী সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply