শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ ছেলে নিপু আকনের অপরাধে ৭৫ বছর বয়সি বাবা হামেদ আকন নামের এক বৃদ্ধকে জিরাত আকন ও তার লোকজন মাধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিপু আকন এমন অভিযোগ করেন। বৃদ্ধকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন তার পরিবার ও এলাকাবাসী। ঘটনা ঘটেছে শনিবার বিকেলে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের হামেদ আকনের ছেলে নিপু আকন পার্শ্ববর্তী কুলইরচর গ্রামের রাজ্জাক মোল্লার মেয়ে মনিরার সাথে গত দশ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। ২০১৮ সালে তারা পটুয়াখালী আদালতে নোটারীর মাধ্যমে বিয়ে করেন। ২০২০ সালে পুরনায় তারা আবার কাবিন করে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে মেয়ের বাবা রাঁজ্জাক মোল্লা মেনে নেয়নি। গত ১৫ দিন পুর্বে রাজ্জাক মোল্লা তার মেয়েকে একই গ্রামের রিয়াজ চৌকিদার কাছে বিয়ে দেয়ার চেষ্টা করেন। মেয়ে মনিরা নিপু আকনের সাথে তার বিয়ে হয়ে গেছে বলে রিয়াজকে জানিয়ে দেয়। কিন্তু রিয়াজ তার কথা বিশ্বাস করেনি। মেয়ের বাবা রিয়াজের সাথে তাকে বিয়ে দিতে উঠেপড়ে লেগে যায়। নিরুপায় হয়ে মনিরা তার স্বামী নিপুর আকনের সাথে গত ২২ মে চলে যায়।
এ ঘটনার জের ধরে শনিবার বিকেলে মনিরার ভগ্নিপতি জিরাত আকন, রিয়াজ চ্যেকিদার ও আসিব নিপু আকনের বাড়ীতে আসে। নিপু আকনের বৃদ্ধ বাবা হামেদ আকনকে তারা ঘর থেকে তুলে আনে। পরে লাঠি দিয়ে বেধরক মারধর করে। তাদের নির্যাতন থেকে রক্ষায় দৌড়ে পালাতে চেষ্টা করেন বৃদ্ধ হামেদ। কিন্তু তাড়া করে তাকে বেধরক মারধর করেছে জিরাত আকন ও তার লোকজন। তাকে রক্ষায় পুত্রবধু তানিয়া আক্তার এগিয়ে এলে তাকেও তারা মারধর করেছে এমন অভিযোগ বৃদ্ধ হামেদ আকনের। এ ঘটনার পরপর বৃদ্ধ হামেদ আকনকে স্বজনরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। বৃদ্ধ হামেদ আকনকে মারধরের ঘটনার ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত জিরাত আকন, রিয়াজ চৌকিদার, রাজ্জাক মোল্লা ও আসিবের শাস্তি দাবী করেছেন তার পরিবার ও এলাকাবাসী।
নিপু আকন বলেন, মনিরা ও আমি উভয়কে উভয় ভালোবাসি। আমরা দুজনে দুই বার বিয়ে করেছি। কিন্তু পরিবার যাতে ভালোভাবে মেনে নেয় সেইজন্য সংসার করেনি। কিন্তু আমাদের বিয়ে মনিরার পরিবার মেনে নেয়নি। উল্টো তারা মনিরাকে রিয়াজ চৌকিদারের সাথে বিয়ে দেয়ার চেষ্টা করে। উপায় না পেয়ে আমার গত ২২ মে পালিয়ে এসে সংসার শুরু করেছি। তিনি আরো বলেন, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মনিরার ভগ্নিপতির ও রিয়াজ চৌকিদারসহ ৩-৪ জনে আমার বাবাকে নির্মমভাবে মারধর করেছে।
রাজ্জাক মোল্লা বলেন, আমার মেয়েকে নিপু আকন তুলে নিয়েছে। তুলে নিয়েই খ্যান্ত হয়নি আমার মেয়েকে একটি রুমে আটকে রেখে তার মনের বিরুদ্ধে নাচিয়েছে। ওই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আমার জামাতা ও নাতি নিপুর বাড়ীতে গিয়ে তার বাবার কাছে জানতে চেয়েছে। ওই সময় একটু কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।
মনিরা আক্তার বলেন, আমি আমার স্বামী নিপুর সাথে এসেছি। আমাকে সে তুলে আনেননি।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply