তালতলীতে পাঁচ মাসের অন্তসত্ত্বা গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ | আপন নিউজ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অনৈতিক কাজে বাঁধা দেয়ায় মা ম লা দিয়ে হ য় রা নি’র প্র-তিবাদে মা-নবব-ন্ধ ন ও বি-ক্ষো-ভ মি-ছি-ল বিগত সরকার পাশের রাষ্ট্রকে খুশি করতে গোপনে দেশ বিরোধী চুক্তি করেছে- পীর সাহেব চরমোনাই আমতলী উপজেলা বিএনপি নেতাদের বি-রু-দ্ধে অভিযোগ এনে অপর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কলাপাড়ায় জমি দ-খ-লে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে মা-রধ-র ও শ্লী-লতা-হা-নি’ অভিযোগ বিএনপির পদের প্রভাব খাটিয়ে চাঁ-দা-বা-জী, জমি দ-খ ল ও স-ন্ত্রা-সী ক-র্মকা-ন্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন ৫৪ ঘণ্টা পর ঢাকায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর উদ্ধার হলুদ সাংবাদিকতা করবেননা তা হলে পরিণতি ভালো হবেনা বললেন-সাবেক এমপি শহিদুল আলম তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনে বাউফলে জনসমাবেশ গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন
তালতলীতে পাঁচ মাসের অন্তসত্ত্বা গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ

তালতলীতে পাঁচ মাসের অন্তসত্ত্বা গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ

আমতলী প্রতিনিধি।। তালতলী উপজেলার গাবতলী আবাসনের পাঁচ মাসের অন্তসত্ত্বা এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৯ টার দিকে একই গ্রামের মৃত্যু আলী আকব্বর কাজীর ছেলে লম্পট বারেক কাজী ঘরে ঢুকে জোর ধর্ষণ শেষে মারধর করেছে। মেয়ের ডাক চিৎকার শুনে ওই গৃহবধুর মা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে। পরে নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম মোল্লা লোকজন নিয়ে তালা ভেঙ্গে ধর্ষক বারেক কাজীকে নিয়ে যায়। ৯৯৯ ফোনে খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধূকে উদ্ধার করে রাতেই বরগুনা জেলার হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জানাগেছে, গাবতলী গ্রামের লম্পট বারেক কাজী দীর্ঘদিন ধরে ওই গৃহবধুকে কুপ্রস্তাব দিয়ে আসছে। গত বুধবার ওই গৃহবধু বাবার বাড়ীতে বেড়াতে আসেন। শনিবার রাতে সুযোগ বুঝে লম্পট বারেক কাজী পাঁচ মাসের অন্তসত্ত্বা গৃহবধুকে জোরপুর্বক ধর্ষণ করে। ওই গৃহবধুর ডাক চিৎকার শুনে মা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম মোল্লা ও তার লোকজন এসে তালা ভেঙ্গে ওই গৃহবধুকে এলোপাথারি মারধর করে বারেক কাজীকে নিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই গৃহবধুকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করেছে।

গৃহবধু বলেন, লম্পট বারেক কাজী দীর্ঘদিন আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। আমি তার প্রস্তাবে রাজি হয়নি। সুযোগ বুঝে শনিবার রাতে বারেক কাজী আমাকে জোরপূর্বক ধর্ষণ শেষে মারধর করেছে।

গৃহবধুর মা বলেন, মেয়ের ডাক চিৎকার শুনে আমি বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেই। ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম মোল্লা ও তার লোকজন এসে ঘরের তালা ভেঙ্গে আমার মেয়েকে মারধর করে বারেক কাজীকে নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু বলেন, রাতে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!