দেশের সব খাদ্যগুদাম ২০২১ সালের মধ্যে মেরামত করা হবে-কলাপাড়ায় খাদ্যমন্ত্রী | আপন নিউজ

শনিবার, ০৩ Jun ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

দেশের সব খাদ্যগুদাম ২০২১ সালের মধ্যে মেরামত করা হবে-কলাপাড়ায় খাদ্যমন্ত্রী

দেশের সব খাদ্যগুদাম ২০২১ সালের মধ্যে মেরামত করা হবে-কলাপাড়ায় খাদ্যমন্ত্রী

আপন নিউজ রিপোর্টঃ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান ও চাউলের পযাপ্ত মজুদের জন্য দেশের সব নষ্ট ও পরিত্যক্ত গুদাম মেরামতের কাজ চলছে। কলাপাড়াসহ সারাদেশের খাদ্যগুদামগুলো ২০২১সালের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হবে। বর্তমানে দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে দাবি করে তিঁনি বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করছে। তাদের লক্ষ্য কোন কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য থেকে বি ত না হয়। তিঁনি বলেন, জেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার মেট্রিকটন। যার চার ভাগের একভাগও এখনও ক্রয় করা হয়নি। যেসব কৃষক এখনও ধান বিক্রয় করতে পারেনি তাদের ধান বিক্রয়ের জন্য উৎসাহিত করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলার বিভিন্ন খাদ্যগুদাম পরিদর্শণে এসে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় খাদ্য সচিব ড.মোসাম্মৎ নাজমানারা খানুম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস,ওসিএলএসডি মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!