শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সঞ্জিব দাস,গলাচিপা।। আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় ডাকুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়।সভায় বক্তব্য রাখেন আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, পারডাকুয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ গাজী, ইমাম মো. আবুল কালাম, ইউপি সদস্য মো. সায়েম মৃধা ও মহিলা ইউপি সদস্য মোসা. পারুল বেগম।
এছাড়াও জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সভায় উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply