রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন
রিপোর্ট: মোঃ জুলহাস মোল্লাঃ
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া মাঝের খেয়া এলাকার উদ্যোগে ১১তম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ফেব্রুয়ারী) ইটবাড়িয়া মাঝের খেয়া গোরস্তান সংলগ্ন মাঠ প্রাঙ্গনে টিয়াখালী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়াজ নছিহত করেন নড়াইল ফজলুল উলূম কওমি মাদ্রাসার পরিচালক, এম, এ অর্থনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানী আলেমোদ্বীন নওমুসলিম আলহাজ্ব মাঃ মোঃ শামসুল হক যশোরী (রানা মাস্তান)।
বিশেষ অতিথি থেকে ওয়াজ নসিহত করেন কলাপাড়া মৎস্য গবেষনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদাউসুল হক আনসারী ও পশ্চিম টিয়াখালী কারিমীয়া কেরাতুল কুরআন মাদ্রাসার পরিচালক মৌলভী মোঃ জসিম উদ্দীন (বশার) ।
উক্ত মাহফিলে হাজারো ধর্মপ্রান মুসুল্লীগন উপস্থিত থেকে ওয়াজ নসিহত উপভোগ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply