সভাপতি রুবেল, সম্পাদক সুমন, লালুয়া বানাতী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ০৩ Jun ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন

সভাপতি রুবেল, সম্পাদক সুমন, লালুয়া বানাতী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি রুবেল, সম্পাদক সুমন, লালুয়া বানাতী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু /এস এম আলমগীর হোসেনঃ উৎসব মুখর পরিবেশে লালুয়া বানাতী বাজার ব্যবসায়ী কমিটি-২০২৩ প্রথম বারের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ২৩মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ১১ সদস্য”র কমিটির তিনটি পদের বিপরীতে সকাল ০৯টা থেকে বিকেল ০৩টা পর্যন্ত বিরাম হীন ভোট গ্রহন চলে।

প্রধান নির্বাচন কমিশনার কাওছার হোসেন জানান, ৩২০জন ভোটার সদস্য “র মধ্যে ৩০৯জন ভোট প্রদান করেন। ০৬টি ভোট বাতিল হয়।
নির্বাচনে লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস, আওয়ামী লীগ সভাপতি তারিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক মো.ফোরকান প্যাদা মনিটরিং দায়িত্বে ছিলেন।

কলাপাড়া প্রেসক্লাবের প্রতিস্ঠাতা কালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সাবেক সাধারন সম্পাদক নাহিদুল হক,ও অর্থ সম্পাদক ওমর ফারুক,কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন দিনভর উপস্থিত ছিলেন।

কলাপাড়া থানার এস আই জিয়াউর রহমান নিরাপত্তার দায়িত্বে থেকে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়।। আনসার, গ্রাম পুলিশ যথাযথ দায়িত্ব পালন করেন মোস্তাফিজ (সিপিসি)।

সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। কলা মার্কার সভাপতি প্রার্থী মো,রুবেল হাওলাদার ১২৫ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.খোকন হাওলাদার (আম) ৮৯ভোট, মো.বেল্লাল গাজী (আপেল)৪৫ভোট, মো.রেজাউল মৃধা(ডালিম)৪৪ভোট পান। সহ সভাপতি পদে তিনজন প্রার্থী র মধ্যে উজ-জামান (গোলাপ ফুল)২৪৫ভোট ও মো.জিয়াউর রহমান ১৮১ভোট পেয়ে নির্বাচিত হন। মো.রিপন হাং(জবা ফুল) ৯৩ভোট পান। সাধারন সম্পাদক পদে দুই জন প্রার্থীর মধ্যে কবুতর মার্কার মো.সুমন ফকির ২০২ ভোট পেয়ে নির্বাচিত হন। আনোয়ার গাজী (ময়ুর) ৯৯ভোট পান।

নির্বাচনে সহ কারী নির্বাচন কমিশনার ” র দায়িত্ব পালন করছেন লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আলতাফ হোসেন ও এসকে জেবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শহিদুল ইসলাম।

লালুয়া বানাতী বাজার ব্যবসায়ী কমিটির ১১সদস্যর তিনটি পদের বিপরীতে ভোট গ্রহন করা হয়। ০৭টি পদে ০৭জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।।।।
সভাপতি মো.রুবেল হাওলাদার (নির্বাচিত) সহ-সভাপতি উজ-জামান(নির্বাচিত) ও মো.জিয়াউর রহসান(নির্বাচিত)।
সাধারন সম্পাদক মো,.সুমন ফকির,(নির্বাচিত)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সজিব ফরাজী, কোষাদক্ষ (অর্থ সম্পাদক) মো.রাজা ফকির,দপ্তর সম্পাদক মো,পারভেজ মিয়া,সাংগঠনিক সম্পাদক মো.গেন্দু মেলকার,সহ-সাংগঠনিক সম্পাদক মো.হানিফ সিকদার, আইন বিষয়ক সম্পাদক মজিবর তালুকদার, প্রচার সম্পাদক মো.রিয়াজ সর্দার ০৭জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার সকলকে পাশে থাকার জন্য সাধুবাদ জানান।

আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শান্তি,আওয়ামী যুব লীগ সহ সভাপতি আ.হক মৃধা, হালিম, হাবিব, সোহেল ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো,সাইদুল ইসলাম, চৌকিদার বাসার গাজী, নুরুজ্জামান, মো.রিয়াজ ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!