শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
মাহতাব হাওলাদার, মহিপুর থেকেঃ
কুয়াকাটার গভীর বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি বোঝাই একটি ট্রলার আটক করা হয়েছে। কোস্টগার্ড নিজামপুরের সদস্যরা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শেষ বিকেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি আটক করে। এ ঘটনায় ট্রলারের জেলেসহ ১৩ জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড নিজামপুরের চীফ পেটি অফিসার মোঃ ফারুক হোসাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
তবে কোস্টগার্ড কর্তৃপক্ষ এবিষয় শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিস্তারিত জানাবেন বলেছেন।
একটি সুত্রে জানা গেছে, এ রুটে দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত চোরাচালানি চক্র ভারতীয় শাড়িসহ বিভিন্ন কাপড়-চোপড় পাচার করে আসছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল চারটায় এ বিষয় ব্রিফিং করার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করেন কোস্টগার্ড সদস্যরা। যার কারণে বিস্তারিত জানা যায়নি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply