শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীতে ক্লোরোফর্ম (চেতনানাশক ওষুধ) প্রয়োগ করে অর্থ-সম্পদ লুটের ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার হয়েছে। বুধবার তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার লাউকাঠির মৃত দিলীপ কর্মকারের ছেলে রতন কুমার কর্মকার (৩৫), আমতলী উপজেলার গেড়াবুনিয়ার গ্রামের দেলোয়ার মৃধার ছেলে মাহাতাব হোসেন (৩৯) এবং গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের হাবিব মৃধার ছেলে রাশেদুল মৃধা (৩২)। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এসপি মো. সাইদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ঘটনার বরাত দিয়ে এসপি বলেন, গত ৯ জুন দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের বাড়িতে হানা দেয় চোর চক্র। এ সময় চক্রটি চেতনানাশক ওষুধ ক্লোরোফর্ম প্রয়োগ করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ঘরের থাকা ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ ৪৫ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল সেট লুটে নেন। পরবর্তীতে মোস্তফা কামালের ছোট ভাই জসিম উদ্দিন বাদী হয়ে দুমকী থানায় অভিযোগ করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৫ জুলাই শহরের চৌরাস্তা থেকে দেলোয়ার ও কলাতলা থেকে রাশেদুল এবং লাউকাঠি থেকে রতনকে গ্রেফতার করা হয়। এসপি আরও বলেন, রাশেদুল ও দেলোয়ার কলাতলা সড়কের শান্তিনগর লেনের বাসিন্দা কবির মিয়ার বাসায় ভাড়া থেকে চুরির কাজ পরিচালনা করতেন এবং স্বর্ণকার রতন কর্মকারের কাছে বিক্রি করতেন; যা গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। অভিযানকালে রাশেদুলের বাসা থেকে চোরাইরকৃত কাপড়, স্বর্ণালংকার, মোবাইল সেট, মোটরসাইকেল এবং চুরি কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং সরঞ্জাম, মাঙ্কিটুপি, কালো শার্ট-প্যান্ট, চেতনানাশক ওষুধ, ট্যাবলেট উদ্ধার করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply