শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
চঞ্চল সাহাঃ কলাপাড়ায় ২ মন জাটকা ইলিশ সহ তিনজন ব্যবসায়ীকে আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ। বুধবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর কলেজ রোড থেকে জাটকা গুলো উদ্ধার করা হয়। এ সময় আটককৃত তিন ব্যবসায়ী হলো মো.রবিউল ইসলাম (২৩) হিল্লল সিকদার (৪২) ও মাসুম সিকদার (৩৫)। এদের বাড়ী উপজেলার মহিপুর ইউিনয়নের বিভিন্ন গ্রামে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.দেলোয়ার হোসেন জানান, ১নভেম্বর থেকে জাটকা শিকারের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply