সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্দ্যেক্তা মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলার ধঞ্জপাড়া গ্রামের মো: সজিব তালুকদার এ মামলাটি দায়ের করেন।
মামলায় মো: সজিব তালুকদার বলেন, প্রতিদিনের ন্যায় মাইক্রো গাড়ি নিয়ে রাস্তায় যাত্রী বহন করে থাকেন, আমার অনুপস্থিতির এবং তার আমার পিতা-মাতা ও আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়ার সুযোগে আমার স্ত্রী মোসাঃ নিপা বেগম গত ৪ নভেম্বর মোঃ মশিউর রহমান আমার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে ঘরে থাকা ট্রাঙ্কের মধ্যে নগদ ৬০ হাজার টাকা ও আমার ব্যবহৃত স্বর্নের ২টি আংটি, আমার মায়ের ব্যবহৃত স্বর্নের গলার ১ ভরি ওজনের চেইন, ও আমার দেয়া স্ত্রীর ব্যবহৃত স্বর্নের কানের ঝুমকাবালা ও হাতের দুইটি চুরি ও স্বর্নের চেইন সর্বমোট ওজন ৩ ভরি নিয়ে বাড়িতে চলে যায়।
তিনি আরো বলেন, আমি আমার স্ত্রী কে মোবাইল ফোনে দিয়ে আমার বাড়ী থেকে নেয়া টাকা ও স্বর্নালংকার সহ আমার সংসারে আসার জন্য অনুরোধ করলে আমাকে ও আমার পিতা মাতাকে জানায় যে, মোঃ মশিউর রহমান একজন ভাল চাকুরীজীবি, সমাজে নাম আছে, টাকা পয়সা আছে। আমার সাথে সংসার করে বাকী জীবন কষ্টে কাটাইতে পারিবে না বলে আমাকে মোবাইল ফোনে হুমকি ধামকি দিয়ে থাকে। বর্তমানে অবৈধভাবে আমার স্ত্রীর সাথে মোঃ মশিউর রহমান বসবাস করছেন।
এ ঘটনায় মঙ্গলবার (২১ নভেম্বর) মো: সজিব তালুকদার বাদী হয়ে মোঃ মশিউর রহমান ওরফে ডাবলিন, মোসাঃ নিপা বেগম ও মোসা: মরিয়ম নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply