মোঃ এনামুল হক
কলাপাড়ায় জমাজমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন কৃষক গুরুত্বর আহত হয়েছে। আহতকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
জানা গেছে, কলাপাড়া উপজেলা ধুলাসার ইউনিয়নের পশ্চিম ধুলাসার গ্রামের মৃত্যু মোঃ আঃ জববার বিশ্বাসের মালিকানাধীন জমিতে মঙ্গলবার সকালে বাদাম ও মরিচ ক্ষেতে তার পুত্র মোঃ সবুজ বিশ্বাস বেড়া দিতে যায়। তখন প্রতিপক্ষ রত্তন বিশ্বাস তার দলবলসহ বেড়া দিতে বাধা দেয়। এতে সবুজ বিশ্বাস প্রতিবাদ করলে রত্তন বিশ্বাস(৩৫), ওয়ারেজ বিশ্বাস (৪৫), দাদন বিশ্বাস (৫৫), দেলোয়ার বিশ্বাস(৬০) সহ ১০/১২ জন সন্ত্রাসীরা দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সবুজের উপর হামলা চালিয়ে কুপিয়ে নাকে মুখে হাতে পিঠে গুরুত্বর জখম করে। এতে সবুজ বিশ্বাস অসুস্থ্য হয়ে তার আর্তচিৎকারে আশপাশ থেকে লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে সবুজ বিশ্বাস কলাপাড়া হাসপাতালের বেড়ে কাদাচ্ছে।
এ ব্যাপারে চিকিৎসক ডাঃ মাহবুবুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবুজের নাকের আঘাত খুবই গুরুত্বপূর্ণ। তবে আঘাত পরীক্ষা- নিরীক্ষার পরে গুরুত্ব অনুধাবন করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হবে।
অপরদিকে অভিযুক্ত মোঃ ওয়ারেজ বিশ্বসের মুঠোফোনে ০১৭৩৪৮৮০৭৩০ নম্বরে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply