শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ অপরাহ্ন
কলাপাড়ায় বিদেশ ফেরত ১২৬ জনের মধ্যে ১৮ জনের হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মুনিবুর রহমান বৃস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। বাকিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং স্বাস্থ্য বিভাগের চিকিৎসকসহ মাঠকর্মীরা বিদেশফেরতদের বাড়ি বাড়ি গিয়ে শনাক্ত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা চলছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার জানিয়েছেন। তবে গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে কলাপাড়ায় ফেরা এক ব্যক্তি ফের বিদেশ চলে যাওয়ায় কারও কারও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে সমস্যা দেখা দিয়েছে। কারও কারও পাসপোর্টের ঠিকানার সঙ্গে মিল খুজে পাওয়া যাচ্ছে না। এদিকে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে কলাপাড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান। তিনি জানান, করোনা প্রতিরোধে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভিভাবক ছাড়া কোন শিশুকে রাস্তায় চলাচলে নিষেধ করা হয়েছে। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন শেষ হলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া নিশ্চিত করা। চায়ের দোকান, রেস্তরায় গণজমায়েত নিষিদ্ধ করা। জুম্মাবারে যথাসম্ভব উপস্থিতিতে নিরুৎসাহিত করা। ইতোমধ্যে যারা বিদেশ ফেরত তাঁদের কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি নতুন কেউ বিদেশ থেকে আসলে তাকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা। কোচিংবাণিজ্য বন্ধ রাখা। এসব নির্দেশনা কিংবা পরামর্শ না মানলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয় ওই কনফারেন্সের মধ্য দিয়ে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply