মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
আপন নিউজঃ কলাপাড়ায় ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে এনে আদালতে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী জাহানারা বেগম (৪৪) নিজেই কারাগারে। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোঃ এনায়েত পাটোয়ারী (৪৩) এক পাল্টা নালিশ দাখিল করেছেন, যেখানে তিনি অভিযোগ করেন, তাকে ও তার চাচাতো ভাই তাজিম আহম্মেদকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। মিথ্যা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (২৯ এপ্রিল) মহিপুর থানা পুলিশ জাহানারা বেগম কে গ্রেপ্তার করে বুধবার আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।
নালিশী মামলার পটভূমিতে বলা হয়, গত ১২ মে ২০২৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ)/৩০ ধারায় জাহানারা বেগম নামের এক নারী, তার আত্মীয় স্বজনসহ মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেন। এই অভিযোগে এনায়েত পাটোয়ারী ও তাজিম আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। তবে তদন্ত শেষে পুলিশ মামলাটি সম্পূর্ণ মিথ্যা বিবেচনায় চূড়ান্ত রিপোর্ট (মিথ্যা নং ১১, তারিখ ১১.০৯.২০২৪) দাখিল করে এবং ট্রাইব্যুনাল গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আসামিদের অব্যাহতি প্রদান করেন।
এনায়েত পাটোয়ারীর অভিযোগ, পূর্বে দায়েরকৃত সিআর মামলা নং ১৭২/২০২৪-এ জাহানারা বেগমের স্বামী করিম আকন ও আত্মীয় আঃ রহিম আকনের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন ধারায় মামলা করেছিলেন তিনি। সেই মামলা থেকে বাঁচতে এবং তাকে হেয় করার উদ্দেশ্যে জাহানারা বেগম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ মিথ্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়ে আইনি পরামর্শ অনুযায়ী তিনি ট্রাইব্যুনালে নালিশ করেন। এনায়েত পাটোয়ারী এই মিথ্যা মামলার মাধ্যমে তার মানহানি ও হয়রানির বিচার দাবি করেন এবং সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১৭ ধারায় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply