শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া বাসস্ট্যান্ডে ঈদ-উল আযহা উপলক্ষ্যে ভাড়ার চার্ট প্রদর্শন না করায় ৫টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮০ ধারায় এসব মামলার রায় ঘোষণা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট পরিবহন সংস্থাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভবিষ্যতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না হয় এবং নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া আদায় নিশ্চিত হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক বলেন, আসন্ন ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply