শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে একটি নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। ২৯ মে ২০২৫ তারিখে জারিকৃত স্মারক অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য এই কমিটি বিদ্যালয়ের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করবে।
এই এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মতিউর রহমান। তিনি বর্তমানে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক দায়িত্ব পালন করছেন। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন-শিক্ষক সদস্য মোঃ শাহ আলম মিয়া (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত), অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত), এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জায়াম উদ্দিন।
কমিটির মেয়াদ ২৯ মে ২০২৫ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত হয়েছে। এই সময়কালে বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সুসমন্বয়ের মাধ্যমে পরিচালনায় এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ মতিউর রহমান বলেন, “আমাকে ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। একইসঙ্গে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি দক্ষিণ বাংলার জননন্দিত নেতা জনাব আলহাজ্ব এবিএম মোশাররফ ভাইয়ের প্রতি, যিনি আমার পাশে থেকেছেন ও উৎসাহ যুগিয়েছেন।”
তিনি আরও জানান, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় তাঁর পিতার হাতে প্রতিষ্ঠিত-আলহাজ্ব মোঃ দলিল উদ্দিন আহমেদ ১৯৬৯ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি পিতার আদর্শ ও উত্তরাধিকারের প্রতি সম্মান জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে এই এডহক কমিটি গঠনকে ঘিরে এক ধরণের আশাবাদী মনোভাব লক্ষ করা যাচ্ছে। সংশ্লিষ্টরা বিশ্বাস করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় আরও সুশৃঙ্খল ও উন্নয়নমুখী ধারায় পরিচালিত হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply