মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ মতিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন এবং সহকারী শিক্ষকবৃন্দ — শাহ আলম, আতাজুল, মোঃ মুছা, লিটন চন্দ্র হাওলাদার, মোঃ ইউনুস মাওলানা, মোঃ হাবিবুর রহমান, ফাহিমা বেগম, তৃষ্ণা ও কাকলী রানী।
এছাড়াও অফিস সহায়ক মোঃ মনিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন ও বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply