মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৪ সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন (এডহক) ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল।
গত ২৮ মে ২০২৫ তারিখে স্মারক নং: বশিবো/বিঅ/২০২৫/২৪৩৬-এর মাধ্যমে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। এই কমিটি আগামী ৬ মাস, অর্থাৎ ২৮ মে ২০২৫ থেকে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
“মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪”-এর ৬৪(১) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদ্য-নিযুক্ত সভাপতি হলেন মোঃ সবুজ মিয়া, যিনি বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন। অন্যান্য সদস্যরা হলেন– শিক্ষক সদস্য: জেসমিন বেগম (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত), অভিভাবক সদস্য: মোঃ আবুবকর সিদ্দিক (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত), এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে)।
এই অন্তর্বর্তীকালীন কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রমে গঠনমূলক ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।
এদিকে নবনিযুক্ত সভাপতি মোঃ সবুজ মিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে এই দায়িত্ব প্রদান করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা কাজী ইমদাদুল ইসলাম, শিক্ষক ও অভিভাবকগণকে। পাশাপাশি দক্ষিণ বাংলার প্রিয় নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ ভাই এবং উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বিদ্যালয়ের এই নতুন এডহক কমিটি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply