“মা-দককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি” কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় রুফটপ সোলার বিষয়ে জন প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা কলাপাড়ায় সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান’র স্বামীর ইন্তেকাল কুয়াকাটায় ভালোবাসার বিয়ের পর স্বামীর হাতেই কিশোরী গৃহবধূ খু’ন, গ্রে-প্তা’র স্বামী কলাপাড়ায় ঘু’ষ দাবির অভিযোগে পল্লী বিদ্যুতের ডিজিএম সহ ৫ জনের বি’রুদ্ধে মা’ম’লা দায়ের কলাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও কাউছার হামিদ বরগুনা-০১ অর্থে শীর্ষে নজরুল, শিক্ষায় তলানীতে; চারজন অর্থে কম থাকলেও শিক্ষায় তারা এগিয়ে কলাপাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণ কলাপাড়ায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ কুয়াকাটায় গৃহবধূর গ’লা’কা’টা ম’রদেহ উ’দ্ধা’র কলাপাড়ায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
“মা-দককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি” কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

“মা-দককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি” কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়া বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৬ জুন) বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লালুয়া গাজী ফুটবল একাডেমি ও নীলগঞ্জ ইউনিয়ন একাদশ।

ফাইনাল ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবু হাসনাত রিমন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব এসএম মোশারফ হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও তারেক আনাম সুমন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, এবং বাজার ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ আরিফ সিকদার প্রমুখ।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে লালুয়া গাজী ফুটবল একাডেমি ৩-২ গোলে নীলগঞ্জ ইউনিয়ন একাদশকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয়।

খেলাটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থাকা ক্রীড়া সংগঠক বিল্লাল খান কাবুলের প্রাণবন্ত বর্ণনা।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!