সোমবার, ১৪ Jul ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি ফেরত আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী ফাজিল মাদ্রাসার সামনে পূর্ব পাশের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম বরগুনার আমতলী উপজেলার তক্তাবুনিয়া গ্রামের মো. শিপন গাজীর স্ত্রী। মাত্র ১৫-২০ দিন আগে তিনি জীবিকার তাগিদে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহত আনোয়ারা বেগম রবিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে চারটি মোটরসাইকেলে বিকল্প সড়ক বালিয়াতলী থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেন। বর্ণিত স্থানে পৌঁছালে হঠাৎ পাশের একটি কাঁচা সড়ক থেকে আসা একটি অটোরিকশা দ্রুতগতিতে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে রাস্তার নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় আনোয়ারা বেগম মাথায় গুরুতর আঘাত পান এবং নাক ও কান দিয়ে রক্ত বের হয়। এছাড়া তার মেয়ে আইরিন আক্তার (২০) এবং মোটরসাইকেল চালক মো. জাফর (২৩) গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুপুর ১২টা ৩৫ মিনিটে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন। আহত চালক জাফরের ডান পা ভেঙে যায় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আইরিন আক্তারকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে। এখন পর্যন্ত দুর্ঘটনার জন্য কোনো অভিযুক্ত বা গ্রেফতার নেই বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply