সোমবার, ১৪ Jul ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘বিদায় সংবর্ধনা’ প্রদান করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতিমা হেরেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিষয়ের সরকারী অধ্যাপক মুহাম্মদ শাহ আলম মিয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আলতাফ হোসেন, গণিত বিভাগের প্রভাষক প্রভাষক মো. মোজাম্মেল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, পদার্থ বিজ্ঞান প্রভাষক প্রভাষক মোহাম্মদ ইউসুফ আলী, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আবু ইউসুফ ও ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. হেমায়েতুল ইসলাম। এ ছাড়া কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুক্তা মনি এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সৌরভ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন গণিত বিভাগের শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক মেরি সান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রদর্শক মাঈন উদ্দীন আহমেদ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply