সোমবার, ১৪ Jul ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র। শনিবার (৫ জুলাই) বিকেলে কলাপাড়া উপজেলা ভূমি অফিসে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
এ সময় তিনি বলেন, “নির্ধারিত রেইটে ভূমিসেবা নিশ্চিত করতে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।”
সেবা প্রদানকারী মো. তোহা মোল্লা ও মো. কাইয়ুম ইসলাম জানান, জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য ভূমিসেবা পৌঁছে দিতেই এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
ভূমিসেবা সহায়তা কেন্দ্রে মিলবে নানা ধরনের সেবা। এর মধ্যে রয়েছে:
কোর্ট ফি: ২০ টাকা, নোটিশ জারি ফি: ৫০ টাকা, ডিসিআর ফি: ১১০০ টাকা, সার্টিফাইড খতিয়ান (ডাকযোগে): ১৪০ টাকা, সার্টিফাইড খতিয়ান (জেলা প্রশাসকের অফিস হতে): ১০০ টাকা, অনলাইন খতিয়ানের কপি (সার্টিফাইড নয়): ১০০ টাকা, মৌজা ম্যাপ/নকশা (ডাকযোগে): ৬৩০ টাকা, মৌজা ম্যাপ/নকশা (তেজগাঁও ভূমি ভবন থেকে): ৫২০ টাকা।
এছাড়া নামজারি আবেদন, ভূমি উন্নয়ন করের রেজিস্ট্রেশন, দাখিল, আপত্তি দায়ের, অনলাইন আবেদন পূরণ, খাস জমির অবস্থান নির্ধারণ, বন্দোবস্ত, কবুলিয়ত, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি লিজ, সায়রাতমহাল লিজ, নকশা আবেদন, এবং মিসকেস সংক্রান্ত আবেদনসহ সকল ধরনের ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হবে।
সেবার মান বজায় রাখতে অতিরিক্ত পৃষ্ঠা ও অতিরিক্ত ব্যক্তির জন্য সরকার নির্ধারিত সামান্য ফি রাখা হবে। জনসাধারণ ভূমি অফিসে না গিয়েও এই কেন্দ্র থেকে সহজেই সেবা নিতে পারবেন।
এটি কলাপাড়ায় ডিজিটাল ও সহজলভ্য ভূমিসেবা প্রদানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply