কলাপাড়ায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন | আপন নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন
কলাপাড়ায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

কলাপাড়ায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র। শনিবার (৫ জুলাই) বিকেলে কলাপাড়া উপজেলা ভূমি অফিসে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

এ সময় তিনি বলেন, “নির্ধারিত রেইটে ভূমিসেবা নিশ্চিত করতে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।”

সেবা প্রদানকারী মো. তোহা মোল্লা ও মো. কাইয়ুম ইসলাম জানান, জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য ভূমিসেবা পৌঁছে দিতেই এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

ভূমিসেবা সহায়তা কেন্দ্রে মিলবে নানা ধরনের সেবা। এর মধ্যে রয়েছে:

কোর্ট ফি: ২০ টাকা, নোটিশ জারি ফি: ৫০ টাকা, ডিসিআর ফি: ১১০০ টাকা, সার্টিফাইড খতিয়ান (ডাকযোগে): ১৪০ টাকা, সার্টিফাইড খতিয়ান (জেলা প্রশাসকের অফিস হতে): ১০০ টাকা, অনলাইন খতিয়ানের কপি (সার্টিফাইড নয়): ১০০ টাকা, মৌজা ম্যাপ/নকশা (ডাকযোগে): ৬৩০ টাকা, মৌজা ম্যাপ/নকশা (তেজগাঁও ভূমি ভবন থেকে): ৫২০ টাকা।

এছাড়া নামজারি আবেদন, ভূমি উন্নয়ন করের রেজিস্ট্রেশন, দাখিল, আপত্তি দায়ের, অনলাইন আবেদন পূরণ, খাস জমির অবস্থান নির্ধারণ, বন্দোবস্ত, কবুলিয়ত, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি লিজ, সায়রাতমহাল লিজ, নকশা আবেদন, এবং মিসকেস সংক্রান্ত আবেদনসহ সকল ধরনের ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হবে।

সেবার মান বজায় রাখতে অতিরিক্ত পৃষ্ঠা ও অতিরিক্ত ব্যক্তির জন্য সরকার নির্ধারিত সামান্য ফি রাখা হবে। জনসাধারণ ভূমি অফিসে না গিয়েও এই কেন্দ্র থেকে সহজেই সেবা নিতে পারবেন।

এটি কলাপাড়ায় ডিজিটাল ও সহজলভ্য ভূমিসেবা প্রদানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!