শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় গরুতে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় সালাম মোল্লা (৬৫) নামে এক কৃষক মারধরের শিকার হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সালাম মোল্লার পরিবারের সদস্যরা জানান, সালাম মোল্লার জমির ফসল প্রায় প্রতিদিনই প্রতিবেশীদের গরু খেয়ে নষ্ট করছে। ঘটনার দিন এ নিয়ে প্রতিবাদ করলে জলিল, হাসান, হাসিব, শাহ আলমসহ ৮-১০ জন একত্র হয়ে তার ওপর এলোপাথাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। আহত সালাম মোল্লা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply