শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনের দালালি, চাঁদাবাজি, ভুয়া মামলা ও নথিপত্র জবরদখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রোববার (২০ জুলাই) বিকেলে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ভুক্তভোগী মোসাঃ মনিরা বেগম, তাঁর ছেলে মোঃ এনামুল হক, লালুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন, মজিবুর হাওলাদার। মানববন্ধনে অংশ নেন সহ ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে সাধারণ মানুষের অধিগ্রহণকৃত জমির টাকা আত্মসাৎ করে আসছেন। টাকা আদায়ের নামে ভয়ভীতি, ভুয়া মামলা ও জাল কাগজপত্রের মাধ্যমে হয়রানি করছেন এলাকাবাসীকে। মজিবুর হাওলাদার তার বক্তব্যে বলেন, অধিগ্রহণকৃত জমির মূল্যর ১৫% হারে সাড়ে ১৩ লক্ষ টাকায় ২ লক্ষ ৫ হাজার টাকা শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে আত্মসাৎ করেন। আমি এর বিচার চাই।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তারা অবিলম্বে এই চক্রের মূল হোতা শাহাদাত ও মোস্তাফিজুরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয় অভিযুক্ত মোঃ শাহাদাত তালুকদার বলেন, তাদের হয়ে মামলা চালিয়েছি, ওই মামলায় চালাতে আমার অনেক টাকা খরচা হয়েছে সেই টাকা চাইতে গিয়ে তিনি উল্টো আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply