শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে গতিশীল করার লক্ষ্যে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে ধানখালী এস. এইচ. এন্ড আশরাফ একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা সাংগঠনিক পর্যবেক্ষণ টিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চম্পাপুর-ধানখালী ইউনিয়নের পর্যবেক্ষণ টিম প্রধান অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. কামরুজ্জামান শহিদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সোহরাব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান তরুণ গাজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ তালুকদার, সহ-সভাপতি মো. মাহাবুব উল্লাহ, শাহিন মৃধা, যুগ্ম সম্পাদক মো. শাহিন মৃধা, যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান দোলন তালুকদার, শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। একইসঙ্গে বিএনপিকে সংগঠনের তৃণমূল থেকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply