শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অটোরিক্সা চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিক্সা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত মোঃ শহিদ ফকির (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শহিদ ফকির বরগুনা জেলার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীন ফকিরের ছেলে। তাকে ৪ আগস্ট ভোরে আমতলীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ভুক্তভোগী একজন অটোরিক্সা চালক, যিনি অনেক কষ্ট করে একটি অটোরিক্সা কিনে সংসার চালাচ্ছিলেন। গত ৩০ জুন ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে মোবাইলে কল করে কলাপাড়া পৌরসভার চৌরাস্তা মসজিদের সামনে অপেক্ষা করতে বলে। পরে আসামিরা রোগী নেওয়ার নাম করে চালককে রিজার্ভে নিয়ে যায়। পথিমধ্যে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে শহিদ ফকিরসহ অপর আসামিরা চালকের মুখে চেতনানাশক স্প্রে করে অটোরিক্সা এবং পকেটে থাকা কিস্তির ৯,৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
অচেতন অবস্থায় পড়ে থাকা চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শহিদ ফকিরসহ অন্যান্য চোরচক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ।
কলাপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল হামিদ জানান, শহিদ ফকির একজন পেশাদার চোর এবং চোরচক্র ও মাদক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কলাপাড়া সহ বরগুনার আমতলী ও ঝালকাঠির রাজাপুর থানাসহ একাধিক থানায় অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাই সংক্রান্ত মোট ১০টিরও বেশি মামলা রয়েছে।
এ ঘটনায় কলাপাড়া থানায় দায়েরকৃত মামলায় শহিদ ফকিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার জামিনের বিরোধিতা করা হয়েছে এবং রিমান্ডের আবেদনও করা হয়েছে।
পুলিশের দাবি, শহিদ ফকির জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং সে পলাতক হওয়ার আশঙ্কাও রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply