বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় লামিয়া হত্যার ঘটনায় নিরীহ গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শতশত গ্রামবাসী।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় কলাপাড়ার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের পরিবার ও গ্রামবাসীরা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে।
বক্তব্য রাখেন, হাজরা বেগম, পারভিন বেগম, খাদিজা বেগম, নজরুল ইসলাম, মোঃ আক্কাস আলী।
সভায় এলাকাবাসীরা বলেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। লামিয়ার মা হালিমা বেগমের সহযোগিতায় এই হত্যা হলেও এ মামলায় আসামী করা হয় জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন, হাসানকে। অথচ তারা ঘটনার দিন এলাকায় ছিলেন না। লামিয়ার পরিবার স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সহযোগীতায় নিরীহ গ্রামবাসীদের নামে মামলা দায়ের করে। তারা এখন টাকা দাবি করছে।
এলাকাবাসী দাবি করেন, লামিয়া হত্যার ঘটনায় নিরীহ গ্রামবাসীদের নামে অবিলম্বে মামলা প্রত্যাহার করা হোক এবং প্রকৃত আসামীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সঠিক তদন্তের দাবি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply