বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আরিফ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার হাজীপুর এলাকার সান ব্রিকসে এ দণ্ডাদেশ কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আরিফ ইট প্রস্তুতের উদ্দেশ্যে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারায় তাকে এই দণ্ড প্রদান করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply