শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার আওতাধীন ৮টি ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দের অংশগ্রহণে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ মামুন সিকদার, দুলাল হোসেন বাবুল কাশেম, স্বজল বিশ্বাস, শামিম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার ও যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল কবির মুরাদ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সভায় অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন, চাকামইয়া ইউনিয়নের সভাপতি মোঃ জাফর হাওলাদার, সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ কালাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ; টিয়াখালী ইউনিয়নের সভাপতি মোঃ বশির আহমেদ হাওলাদার, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ; লালুয়া ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহিম সাউগার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বশার, সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন; মিঠাগঞ্জ ইউনিয়নের সভাপতি মোঃ রিয়াজ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ফকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী; নীলগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রিমন মাতুব্বর; ধানখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক দোলন তালুকদার, সহ-সভাপতি হাফিজুল রহমান পিন্টু গাজী ও মোঃ রাসেল মাতুব্বর মুছা; বালিয়াতলী ইউনিয়নের সভাপতি সালাম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ তালুকদার; এবং চম্পাপুর ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক জিয়ান মাতব্বর।
সভায় ৮ ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দরা উন্মুক্ত আলোচনা করেন নানা সমস্যা নিয়ে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সভায় বিভিন্ন দিকনির্দেশনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply