শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা পৌর শাখায় জাতীয়তাবাদী ওলামা দলের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ইসমাইল হোসেন সভাপতি এবং আবু হানিফ খন্দকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হোটেল লাইট হাউসের হলরুমে আয়োজিত কর্মীসভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন আবু হানিফ খন্দকার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা এ কে এম আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. জিহাদুল ইসলাম (সদস্য সচিব, জেলা ওলামা দল), আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লি (সভাপতি, কুয়াকাটা পৌর বিএনপি), আলাউদ্দিন ঘরামি (যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি), আলহাজ্ব জসীমউদ্দীন ভূঁইয়া (সিনিয়র সহ-সভাপতি), সাংগঠনিক সম্পাদক সোহেল, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ ছাত্রদল নেতৃবৃন্দ।
কর্মীসভায় ওপেন ভোটের মাধ্যমে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মাওলানা ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মশিউর রহমানকে ৯০ ভোটে হারিয়ে নির্বাচিত হন আবু হানিফ খন্দকার। সভায় আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply