জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয়ের জাহানারা ইমাম হলে জিএস আমতলীর বুশরা | আপন নিউজ

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ২৫ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা; ২০ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে কলাপাড়ায় মসজিদের জমি নিয়ে দ্বন্দ্ব: অনাবাদি পড়ে আছে ১৫ একর আবাদি জমি আমতলীতে যুবদল সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মীর তা’ন্ডব কলাপাড়ায় বিএনপি নেতার হুমকীতে অনাবাদি পড়ে আছে মসজিদের ১৫ একর চাষের জমি! কুয়াকাটায় নারী পর্যটকের অ/শ্লী/ল ভিডিও ধারণে যুবকের কা/রাদ-ণ্ড কুয়াকাটায় এক ব্যক্তির অর্ধ-গলিত লা-শ উ-দ্ধার কলাপাড়ায় ভূয়া ডাক্তার আ’টক, এক মাসের কা/রাদ’ণ্ড কলাপাড়ায় আইনজীবী মনিরের আয়কর অফিসের কার্যক্রম, সাংবাদিকদের সাথে মতবিনিময় কলাপাড়ায় গ্লোবাল উইক অব ক্লাইমেট অ্যাকশনস উপলক্ষে মা/ন’ব’ব’ন্ধ’ন ও সভা কলাপাড়ার লতাচাপলীতে রাখাইন শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয়ের জাহানারা ইমাম হলে জিএস আমতলীর বুশরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয়ের জাহানারা ইমাম হলে জিএস আমতলীর বুশরা

আমতলী প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইনজীবী মো. মহসিন হাওলাদারের মেয়ে।

১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বুশরা ১৫ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৬৬ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন হলের রিটার্নিং অফিসার নাসরিন খাতুন।

‍বুশরা আমতলী এমইউ বালিকা মাধ‌্যমিক বিদ‌্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি, আমতলী সরকারী কলেজ থেকে ২০১৭ সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। পরে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হন। তার এমন সাফল‌তায় গর্বিত আমতলী বাসী।

জিএস বুশরা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাজীবন হল থেকে শুধু নিয়েই গেছি, এবার জাকসুর মাধ্যমে হলের জন্য কিছু করার সুযোগ পেলাম। আপনাদের সহযোগিতা নিয়ে হলের সামগ্রিক উন্নয়নে নিরলস চেষ্টা চালিয়ে যাব। জাহানারা ইমাম হলকে আমরা স্বপ্নের বাড়ি হিসেবে গড়ে তুলতে চাই।

জিএস রিজওয়ানা বুশরার বাবা আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম‌্যান অ‌্যাডভোকেট মহসিন মিয়া বলেন, সন্তানের সফলতায় বাবা-মায়ের সব চেয়ে বড় আনন্দ। মেয়ের এমন সফলতায় আনন্দে বুকটা ভরে গেল। সকলে দোয়া করবেন আমার মেয়ে যেন জীবনে অনেক বড় হবে দেশের মঙ্গলের জন‌্য কাজ করতে পারে।

আমতলী এমইউ বালিকা মাধ‌্যমিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির বলেন, আমার বিদ‌্যালয়ের এক ছাত্রী জাহাঙ্গির নগর বিশ্ববিদ‌‌্যালয়ের জিএস নির্বাচিত হয়েছেন এটা অত‌্যান্ত আনন্দের বিষয়। তার এমন সাফল‌্য আমরা গর্বিত।

আমতলী সাংবাদিক ই্উনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার বলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ‌্যালয় প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণাঞ্চলের কে্উ জাকসুর কোন পদে আসীন হতে পারেনি কিন্তু এই প্রথম আমতলীর বুশরা জাহানারা ইমাম হলের জি্এস নির্বাচিত হয়েছেন। এটা আমতলী তথা দক্ষিণাঞ্চলের মানুষের গর্বের বিষয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!