শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে ইসলামী ব্যাংক পিএলসি কলাপাড়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির মোট ২২’শ চারা বিতরণ করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক (আইবিবি) মো. আবু ছালেহ্ আল মুহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, ইসলামী ব্যাংকের ম্যানেজার (অপারেশন) নওরোজ আহমেদ, প্রিন্সিপাল অফিসার মো. মনিরুল ইসলাম, মো. ছিদ্দিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply