বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে ৪ কেজি ৯০০ গ্রামের একটি পোয়া বা দাতিনা মাছ বিক্রি হয়েছে ৮০ হাজার টাকায়। শনিবার সকালে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে পি,এস মুসা নামের এক মৎস্য ব্যবসায়ী ক্রয় করেন। এর আগে সকালে সিরাজ মাঝি নামের এক জেলে মাছটি মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসেন। এ প্রজাতির মাছ সচরাচর ধরা না পরায় আড়তে মাছটি দেখার জন্য ভীড় জমায় স্থানীয়রা।
মাছটির ক্রেতা পি,এস মুসা বলেন, মাছটি তিনি রপ্তানির জন্য প্রস্তুত করবেন। এর আগে গত বুধবার সাড়ে ৪ কেজি ওজনের আরও একটি কালো পোয়া ৭২ হাজার টাকায় তিনি ক্রয় করেছিলেন।
ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারী মোঃ বখতিয়ার উদ্দিন বলেন, কালো পোয়া হলো স্কাইনিডিয়া পরিবারের একটি দুস্প্রাপ্য সামুদ্রিক মাছ। এর দৈর্ঘ্য সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার হয়, তবে কখনো ১.৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওজন ১০ থেকে ২৫ কেজি হলেও কোনো কোনো সময় ৫০ কেজিরও বেশি পাওয়া যায়। মাছটি বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে মাঝেমধ্যে দেখা যায়। কাদামাটি বা বালুময় তলদেশে এরা বসবাস করে এবং ছোট মাছ, চিংড়ি ও অন্যান্য ক্রাস্টেশিয়ান খেয়ে বেঁচে থাকে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সম্প্রতি ২টি মাছ জেলেদের জালে ধরা পড়েছে। এটি অত্যন্ত খুশির খবর। আন্তর্জাতিক বাজারে এ মাছ অনেক দামী, তাই এটির দামও বেশি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply