শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ কমিটির অনুমোদন ছাড়াই বরগুনার আমতলী উপজেলার উত্তর কালামপুর (কালিবাড়ী) নুরানী বালিকা দাখিল মাদ্রাসার জমিতে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ সুপার মাওলানা মোঃ আলাউদ্দিন সিকদার বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবিএম রফিকুল্লাহ এমন অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী তার।
জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে ১৯৮৫ সালে উত্তর কালামপুর (কালিবাড়ী) নুরানী বালিকা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ওই মাদ্রাসার জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। রোপনকৃত গাছ বৃহৎ গাছে পরিনত হয়েছে। ওই গাছ থেকে গত ১০ দিন আগে মাদ্রাসা সুপার আমতলী উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা আলাউদ্দিন সিকদার ব্যবস্থাপনা কমিটির অনুমোদন না নিয়ে ১২ গাছ বিক্রি করে দিয়েছেন। গত তিন দিন আগে ওই গাছ ব্যবসায়ী রুবেল মিয়া কাটা শুরু করেন। ওই সময় স্থানীয় লোকজন বাঁধা দিলে তাদের বাঁধা উপেক্ষা করে গাছ কেটে নেন।
স্থানীয় সুকুমার চন্দ্র শীল ও আব্দুল হাই সরদার বলেন, সুপার কাউকে না জানিয়ে মাদ্রাসার গাছ বিক্রি করে দিয়েছেন। ওই গাছ ব্যবসায়ী রুবেল কাঁটতে আসলে আমরা বাঁধা দেই। আমাদের বাঁধা উপেক্ষা করে রুবেল গাছ কাটেন।
গাছ ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, সুপার মাওলানা আলাউদ্দিন সিকদার গাছ বিক্রি করেছেন। তাই ওই গাছ আমি কাটতেছি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবিএম রফিকুল্লাহ বলেন, সুপার আলাউদ্দিন সিকদার মাদ্রাসাটিকে দুর্নীতির আখরায় পরিনত করেছেন। তিনি আরো বলেন, কমিটির কাউকে অবহিত না করেই টাকা আত্মসাৎ করতেই সুপার গাছ বিক্রি করে দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন সিকদার গাছ বিক্রির কথা স্বীকার করে বলেন, মাদ্রাসার প্রয়োজনে গাছ বিক্রি করেছি। সভাপতির অনুমোদন ছাড়া গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিহাদ হাসান বলেন, কমিটির অনুমোদন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোন কিছুই শিক্ষক কর্মচারী বিক্রি করতে পারেন না। যদি এমন ঘটনা ঘটে থাকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, মাদ্রাসার গাছ বিক্রির কোন অনুমোদন দেয়া হয়নি। সুপার কিভাবে গাছ বিক্রি করেছেন খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে?
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply