বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ বিগত ১৫ বছরের শাসনে আওয়ামী লীগ জনগণের মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় সম্পদের উপর দখল প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে।”
শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন জোগাতে এ সভার আয়োজন করা হয়।
বিএনপি নেতা বলেন, “বাংলাদেশে এখন পর্যন্ত বারোটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক কোনো আসন জিততে পারেনি। আর জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে নির্বাচন করেই সবচেয়ে বেশি আসন পেয়েছিলো ৯১ ও ২০০১ সালে। এটি প্রমাণ করে-জনগণ এখনও বিএনপির ওপর আস্থা রাখে।”
তিনি আরও বলেন, “৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিএনপি নেতাকর্মীরাই মাঠে ছিলো-হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষা করেছে, দোকানপাট পাহারা দিয়েছে, জনগণের পাশে থেকেছে। বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতি করে না।”
চাকরিপ্রত্যাশীদের জন্য দলের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকারে গেলে শিক্ষাজীবন শেষ করা তরুণদের এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে।
রাঙ্গাবালীতে সরকারি হাসপাতাল না থাকা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মোশাররফ হোসেন বলেন, “দুইজন প্রতিমন্ত্রী পেয়েও আওয়ামী লীগ এই এলাকার জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করতে পারেনি। তারা জনগণের নয়, নিজেদের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেছে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ উন্নয়ন চায়, কিন্তু সেই উন্নয়ন হতে হবে জনগণের জন্য। তাই আগামী নির্বাচনে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা মানুষের পাশে থাকে। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান-দলের সিদ্ধান্ত অনুযায়ী।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার।
জনসভা ঘিরে উপজেলা সদর সজ্জিত হয় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সমাবেশে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply