আগামী নির্বাচনে জনগণ উন্মুখ, ধানের শীষের জোয়ার আসছে: এবিএম মোশাররফ হোসেন | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
আগামী নির্বাচনে জনগণ উন্মুখ, ধানের শীষের জোয়ার আসছে: এবিএম মোশাররফ হোসেন

আগামী নির্বাচনে জনগণ উন্মুখ, ধানের শীষের জোয়ার আসছে: এবিএম মোশাররফ হোসেন

এস. এম আলমগীর হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আয়োজিত এক যুবসমাবেশে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন,

“আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে। তবে সরকার গঠন করা হবে সবাইকে নিয়ে—এটাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।”

তিনি আরও বলেন, “আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের মানুষ এখন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে।”

রবিবার বিকেলে কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদল নেতাকর্মীদের উদ্দেশে মোশাররফ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি বা জুলুমে জড়ায়, তবে তাকেও শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে। আওয়ামী লীগের ৩০০ এমপি, ৪৯৭ উপজেলা চেয়ারম্যান, ৩৬৭ মেয়র ও ৮ সিটি করপোরেশনের মেয়র-সবই তাদের দলে ছিল, তবুও শেষ রক্ষা হয়নি।”

তিনি আরও বলেন, “দেশে এখন সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বিএনপি। আগে প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ—তারা পালিয়ে গেছে। এখন আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তারপরও আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের সমর্থনে কাজ করছি।”

সমাবেশে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন-অর-রশীদ। প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন যুবদল নেতা মজিবর রহমান ও নাসির উদ্দিন আহমেদ রতন।

অনুষ্ঠানকে ঘিরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকাজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!