রবিবার, ২২ মে ২০২২, ০১:১৩ পূর্বাহ্ন
মনিরুল ইসলাম, মহিপুরঃ
করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে ও মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহিপুরে অসহায় দিনমজুর, নিম্ন আয়ের নারী পুরুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের খাদ্য দ্রব্য চাল, ডাল,তেল, পেয়াজ, মাস্ক, সাবান বিতরন করেছেন
শুক্রবার করোনা প্রতিরোধে মহিপুরের অসহায় দিনমজুর ও নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন পটুয়াখালী-৪ আসনের
সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
এ সময় ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন মাসুম, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক
আকন, সহ সভাপতি খলিলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, ৭নং আওমীলীগের সভাপতি মো: সুলতান হাওলাদার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজি, থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান ও সাধারণ সম্পাদক।সাইদুর রহমান সবুজ ভূইয়া প্রমূখ।
এমপি মহিব বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী বিশ্ব মানবতারনেত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার সামগ্রী পৌছে দিচ্ছি। ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।
Leave a Reply