মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় করোনা ভাইরাসে লকডাউনে থাকা কর্মহীন, দূস্থ্য-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন।
সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে চাল, তেল, ডাল, সাবান ও আলু দেয়া হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, তার ছোট ভাই সাবেক ছাত্রনেতা সৈয়দ সোলায়মান হোসেন ও আপন নিউজ বিডি ডটকমের সম্পাদক ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন প্রমূখ।
এ সময় সৈয়দ জাকির হোসেন বলেন, নিজে বাচুঁন, অন্যকে বাচঁতে সহায়তা করুন। প্রাণঘাতী এ রোগ থেকে মুক্তি পেতে সরকারের দেয়া নিয়মকানুন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি আরও বলেন, এ ইউনিয়ন আমার জন্মস্থান। এ এলাকার খেটে খাওয়া মানুষের কষ্টের কথা ভেবে নিজের উদ্যোগেই সামান্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি। খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply