বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় ঘুর্ণিঝড় আম্পানের সচেতনে মূলক প্রচার গিয়ে নৌকা ডুবিতে নিহত সিপিপি’র সেচ্ছাসেবক সৈয়দ মো. শাহ আলম এর পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। ঢাকার রদেভু ৯৬-৯৮ ফাউন্ডেশন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ২০ হাজার টাকা ও কলাপাড়া পোষ্ট গ্রাজুয়েট ক্লাব(কেপিজেসি) ৫ হাজার টাকা শনিবার দুপুরে নিহত সৈয়দ শাহ আলমের বাড়িতে তার স্ত্রী সারভিন জাহান আখি, ছেলে তায়েফ ও সিয়ামের হাতে তুলে দেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আছাদউজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন সিপিপি’র উপজেলা টীম লিডার আব্দুল মোতালেব হাওলাদার,কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু , ধানখালী ইউনিয়ন টিম লিডার গাজী আসাফউদৌলা সোহেল, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক একে রঞ্জন, ওমর ফারুক, ও কলাপাড়া পোষ্ট গ্রাজুয়েট ক্লাবের (কেপিজেসি) ধানখালী প্রতিনিধি গাজী রাইসুল ইসলাম রাজিব প্রমুখ।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৬ নং ইউনিটের টিম লিডার সৈয়দ মো. শাহ আলম (৫৫) বুধবার সকাল ১০ টায় ঘূর্ণিঝড় আম্পানের জন্য গ্রামবাসীকে সচেতন করতে যাওয়ার সময় নৌকায় পারহতে গিয়ে খালে পরে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস ডুবরি,কর্মী ও স্থানীয়রা খোজা খুজির ৯ ঘন্টা পরে তার লাশ উদ্ধার করে। ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি)ও রেডক্রিসেন্ট সোসাইটি তার পরিবাকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা প্রাদান করে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply